Google Alert – সশস্ত্র
আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
রবিবার (১৭ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, চাঁদপুরে নির্ধারিত জায়গায় জনসাধারণ নৌবাহিনীর জাহাজগুলো পরিদর্শন করতে পারবেন। পরিদর্শনের সময় বেলা ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত হবে।
ঢাকার সদরঘাট, চট্টগ্রামের নেভাল বার্থ/ বিএন আরআরবি, খুলনার খুলনা নেভাল বার্থ/রকেট ঘাঁট, দিগরাজ নেভাল বার্থ/মোংলা বন্দর, বরিশালের বিআইডব্লিউটিএ ঘাট, চাঁদপুরের বিআইডব্লিউটিএ ঘাটে নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।
মানবকণ্ঠ/আরএইচটি