IMD West Bengal Weather Update: জামাইষষ্ঠীর সকাল থেকেই ফের শুরু বৃষ্টি? কোন জেলায় কেমন আবহাওয়া? আলিপুরের লেটেস্ট আপডেট Jamai Sasthi 2025 West Bengal Weather Forecast there is little chance of rain temperature will rise on jamai sasthi

Google Alert – পার্বত্য অঞ্চল

Last Updated:

IMD West Bengal Weather Update: নিম্নচাপের দুর্যোগ পার করেই বৃষ্টির সম্ভাবনা কমল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বরং শুক্রবার থেকেই বেড়েছে তাপমাত্রা। ৩১ মে শনিবার এদিন আরও বাড়বে তাপমাত্রা পারদ। আগামী কয়েকদিন তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় ৩-৫ ডিগ্রি বাড়বে।

আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়ার পূর্বাভাস

দিঘা: নিম্নচাপের দুর্যোগ পার করেই বৃষ্টির সম্ভাবনা কমল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বরং শুক্রবার থেকেই বেড়েছে তাপমাত্রা। ৩১ মে শনিবার এদিন আরও বাড়বে তাপমাত্রা পারদ। আগামী কয়েকদিন তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় ৩-৫ ডিগ্রি বাড়বে। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় চলতি বছর সময়ের আগে বর্ষা প্রবেশের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাড়ছে তাপমাত্রার পারদ।

জামাইষষ্ঠীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় ভ্যাপসা গরমে নাজেহাল মানুষ। রবিবার থেকে অস্বস্তির পরিমাণ আরও বাড়বে। জুন মাসের প্রথম কয়েকদিন তাপমাত্রা প্রায় ৪-৫ ডিগ্রি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে শনিবার আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম।

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের সব জেলাতেই শনিবার বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির হলুদ সর্তকতা শনি ও রবিবার। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে মালদহ জেলার তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে।

দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ আংশিক মেঘলা। জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আর্দ্রতা জনিত অস্বস্তির হাত থেকে রেহাই নেই। বাড়ছে তাপমাত্রা। আগামী কয়েক দিন দিঘা সহ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩-৫ ডিগ্রি বাড়ার সম্ভাবনা। ৩১ মে শনিবার দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৫ ডিগ্রি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। জামাইষষ্ঠীতে অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে দিঘা-সহ পূর্ব মেদিনীপুরে।

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

IMD West Bengal Weather Update: জামাইষষ্ঠীর সকাল থেকেই ফের শুরু বৃষ্টি? কোন জেলায় কেমন আবহাওয়া? আলিপুরের লেটেস্ট আপডেট

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *