Google Alert – সেনাবাহিনী
Last Updated:
Ind vs Pak: BCCI বড় চাল, ফাইনালের আগে ভারতের ওপর মানসিক চাপ বাড়ানোর পাকিস্তানের খেলা ফ্লপ শো হল বলে…
Ind vs Pak: শুক্রবার এশিয়া কাপ আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের পর করা মন্তব্যের জেরে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে তাঁর ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। ভারত বনাম পাকিস্তান গ্রুপ পর্বের প্রথম ম্যাচের পর ভারতীয় অধিনায়ক স্কাই জানিয়েছিলেন, পহেলগাঁওতে জঙ্গিহানার কথা৷ সেই সময়েই মে মাসে দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের কথাও উল্লেখ করেন তিনি। যদিও অধিনায়কের ওপর ম্যাচ ফি কাটার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আপিল করেছে বিসিসিআই৷
রাজনৈতিক মন্তব্য করার অভিযোগে সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দায়ের করেছিল পাকিস্তান। ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে তাঁর দলের জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করেছিলেন সূর্যকুমার। তিনি পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত ভারতীয় এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন। সূর্যকুমার দোষ স্বীকার করেননি কিন্তু টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে রাজনৈতিক বলে ব্যাখ্যা করা যেতে পারে এমন কোনও বিবৃতি না দেওয়ার জন্য তাকে অনুরোধ করা হয়েছিল। আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ভারতীয় অধিনায়কের বক্তব্য শুনেন।
পহেলগাঁওয়ের ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশের জন্য টসের সময় এবং ম্যাচের পরে ভারতীয় দল পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন৷ এই ঘটনার পর থেকে দুই দলের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এশিয়া কাপের লিগ পর্বে, প্রথম ম্যাচে ভারত পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানিয়েছিল। তারপর, এই ম্যাচ জয়ের পর, সূর্যকুমার যাদব ম্যাচ-পরবর্তী উপস্থাপনা এবং সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাবাহিনীর কথা উল্লেখ করেন।
ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সূর্যকুমার যাদবকে এই বক্তব্যের জবাব দিতে বলেন। পিসিবি সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসির কাছে দুটি অভিযোগ দায়ের করে। পিসিবির অভিযোগের পর, আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে দুটি প্রতিবেদন পাঠিয়েছে, যার পরে তিনি ভারতীয় দলকে একটি ইমেল পাঠিয়েছেন।
রিচার্ডসনের পাঠানো মেলে লেখা ছিল – আইসিসি আমাকে দুটি রিপোর্ট পরিচালনা করার জন্য পাঠিয়েছে। পুরো প্রতিবেদন পর্যালোচনা এবং প্রমাণ পরীক্ষা করার পর, আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে সূর্যের বক্তব্য খেলার ভাবমূর্তি ক্ষুন্ন করেছে এবং তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে৷
Ind vs Pak: স্কাইকে শাস্তি আইসিসি-র, নাচ শুরু পাকিস্তানের! ‘পিকচার আভি বাকি হ্যায়’ -বোর্ডের মোক্ষম প্যাঁচ, পাকিস্তানের মুখে সেলোটেপ