India Bangladesh Relations: ফের ইউনূসের নজরে ভারতের সাত রাজ্য, চিনের পর এবার নেপাল, কী দাবি করলেন?

Google Alert – কুকি চিন

Last Updated:

এই প্রথম নয়, এর আগেও চিন সফরে গিয়ে বাংলাদেশে চিনা বিনিয়োগের জন্য দরবার করতে গিয়ে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যের কথা উল্লেখ করে বিতর্ক তৈরি করেছিলেন মহম্মদ ইউনূস৷

কেন বার বার উত্তর পূর্ব ভারতের রাজ্য নিয়ে মাথা ঘামাচ্ছেন মহম্মদ ইউনূস?
কেন বার বার উত্তর পূর্ব ভারতের রাজ্য নিয়ে মাথা ঘামাচ্ছেন মহম্মদ ইউনূস?

ফের একবার উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যকে জড়িয়ে বিদেশের মাটিতে বিতর্কিত দাবি করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস৷ নেপালের সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে বৈঠক চলাকালীন বাংলাদেশ, নেপাল, ভুটান এবং উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির পরিকল্পনার কথা জানান মহম্মদ ইউনূস৷ এই অঞ্চলে জলবিদ্যুৎ, স্বাস্থ্যক্ষেত্র এবং পরিবহণ পরিকাঠামো গড়ে তোলার উপরেও জোর দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান৷

আঞ্চলিক সম্পর্ক আরও সুদৃঢ় করার উপরে জোর দিয়ে ইউনূস বলেন, ‘এই অঞ্চলে যৌথ উদ্যোগে জ্বালানি এবং পরিকাঠামো ক্ষেত্রে প্রকল্প গড়ে তোলা প্রয়োজন৷’ বাংলাদেশ, নেপাল, ভুটান এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে নিয়ে বিশেষ অর্থনৈতিক পরিকল্পনার উপরেও জোর দেন তিনি৷

সম্প্রতি ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ সরবরাহের জন্য ত্রিপাক্ষিক চুক্তি সই হয়েছে তিন দেশের মধ্যে৷ জলবিদ্যুৎ ক্ষেত্রে বাংলাদেশ এবং নেপালের মধ্যে আরও সহযোগিতা বৃদ্ধি নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে৷

এই প্রথম নয়, এর আগেও চিন সফরে গিয়ে বাংলাদেশে চিনা বিনিয়োগের জন্য দরবার করতে গিয়ে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যের কথা উল্লেখ করে বিতর্ক তৈরি করেছিলেন মহম্মদ ইউনূস৷ তিনি দাবি করেছিলেন, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি ভৌগলিক ভাবে স্থলভাগ দিয়ে ঘেরা৷ ওই অঞ্চলে একমাত্র বাংলাদেশের কাছেই সমুদ্র বন্দর রয়েছে৷ ফলে ভুটান, নেপালের জলবিদ্যুৎ ব্যবহার করে চিন বাংলাদেশে নিজেদের পণ্যের উৎপাদন করতে পারে বলে প্রস্তাব দিয়েছিলেন ইউনূস৷ কিন্তু চিনা বিনিয়োগের জন্য আহ্বান করতে গিয়ে কেন তিনি উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যের কথা উল্লেখ করলেন, তার ব্যাখ্যা মেলেনি৷ ইউনূসের

বাংলা খবর/ খবর/বিদেশ/

India Bangladesh Relations: ফের ইউনূসের নজরে ভারতের সাত রাজ্য, চিনের পর এবার নেপাল, কী দাবি করলেন?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *