Google Alert – কুকি চিন
এই সংগঠনটি কেবল পাকিস্তানের জন্যই নয়, চিনের জন্যও হুমকি, কারণ বেলুচিস্তানে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC) এর মতো উচ্চাভিলাষী প্রকল্প চলছে। BLA বহুবার চিনা কর্মী এবং CPEC সম্পর্কিত প্রকল্পগুলিকে লক্ষ্যবস্তু করেছে। এতে বেইজিংয়ের উদ্বেগ বেড়েছে। এমন পরিস্থিতিতে, আমেরিকা BLA কে জঙ্গি সংগঠন ঘোষণা করে এবং এর উপর নিষেধাজ্ঞা আরোপ করে পরোক্ষভাবে চিনকে স্বস্তি দিয়েছে। BLA বেলুচিস্তানে চীনা বিনিয়োগের বিরোধিতা করে আসছে। এছাড়াও, BLA পাকিস্তান যেভাবে বেলুচিস্তানে চীনকে নিয়ন্ত্রণ দিচ্ছে তার বিরুদ্ধে।