India vs Bangladesh: বাংলাদেশ যাবে না টিম ইন্ডিয়া! লাগাতার ভারত-বিরোধী কথার ফল? নাকি লুকিয়ে অন্য কোনও কারণ

Google Alert – ইউনূস

২০২৪ সালের অগাস্টে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং পরবর্তী কালে মুহম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার পদ সামলানোর মধ্যবর্তী সময়ে অনেকটাই বদলে গিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং পড়শি ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক৷

সূত্রের খবর, বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ অশান্তির পরিবেশকেই এই সফর বাতিলের প্রধান কারণ হিসাবে তুলে ধরা হচ্ছে? বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকে সেখানে বিশৃঙ্খলার পরিবেশ বিরাজ করছে। প্রতিদিনই কিছু না কিছু ঘটছে৷ এমন পরিস্থিতিতে ভারত সরকার কখনওই টিম ইন্ডিয়াকে বাংলাদেশে পাঠানোর ঝুঁকি নেবে না বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: কসবার কলেজে পা রাখল মনোজিৎ-জাইব-প্রমিত! সেদিন ঠিক কী ঘটেছিল নির্যাতিতার সঙ্গে, আজ ঘটনার পুনর্নির্মাণ

নিরাপত্তা জনিত উদ্বেগ ছাড়াও, দুই দেশের মধ্যে বর্তমান রাজনৈতিক সম্পর্কও ক্রিকেট সিরিজ স্থগিত করার একটি কারণ হতে পারে। বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস ইতিমধ্যেই বেশ কয়েকবার ভারত বিরোধী মন্তব্য করেছেন। গত কয়েক মাসের মধ্যে ভারতের পরিবর্তে চিন সরকারেরই বেশি কাছাকাছি যেতে দেখা গিয়েছে তাঁকে।

এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যৌথভাবে একটি বিবৃতি দেবে বলে আশা করা হচ্ছে। এতে সম্ভবত, এই সিদ্ধান্তকে বাতিল না বলে, ‘স্থগিত’ হিসেবে উল্লেখ করা হবে।

বিসিবি সফরের মিডিয়া স্বত্ব বিক্রিও স্থগিত করেছে — যা ৭ জুলাই এবং ১০ জুলাই যথাক্রমে টেকনিক্যাল এবং আর্থিক বিডিংয়ের মাধ্যমে হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে ‘বন্ধুত্ব’…ভারতকে চরম ‘শাস্তি’ দিতে পারে আমেরিকা ! ৫০০% -এরও বেশি…এল কড়া হুঁশিয়ারি

ভারতীয় সম্প্রচারকদের জানানো হয়েছে যে সিরিজটি অনুষ্ঠিত হবে না, যদিও আমন্ত্রণপত্র (আইটিটি) এখনও পাওয়া যায়নি। বিসিবি স্থগিত সিরিজটি আয়োজনের বিষয়ে আশাবাদী, তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে আগামী সপ্তাহে বর্তমান অবস্থা নিশ্চিত করে একটি বিবৃতি আশা করা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *