India vs China Border Conflict: ভারতের সীমান্তের নাক ঘেঁষে তৈরি হচ্ছে চিনের G-695 হাইওয়ে! চিনের সুড়সুড়ির ভারতের জবাব SSSG-DBO…India vs China Border Conflict: China builds G695 highway near India border India responds with SSSG-DBO national news | দেশ

Google Alert – কুকি চিন

চিনের আগ্রাসনের ইতিহাস ও বর্তমান উদ্যোগ

চিন বহুদিন ধরেই সীমান্ত নিয়ে বিতর্কে জড়িয়ে আছে। ১৯৫০ সালে চিন আকসাই চিনে G-219 হাইওয়ে নির্মাণ করে ভারতীয় জমি দখল করেছিল। তারপর ২০২০ সালে পূর্ব লাদাখে আবারও অনুপ্রবেশের চেষ্টা চালায় চিন। কিন্তু সেই প্রচেষ্টা ভারতীয় সেনা সফলভাবে ব্যর্থ করে দেয়। এবার চিন নতুন করে G-695 হাইওয়ে নির্মাণ করছে, যা ভারতের সীমান্তের অত্যন্ত কাছ দিয়ে যাবে।

G-695 হাইওয়ে কী?

এই হাইওয়ে তিব্বতের লুন্ঝে কাউন্টি থেকে শুরু হয়ে শিনজিয়াং-এর মাজা পর্যন্ত বিস্তৃত। এটি ডেপসাং প্লেইন, গালওয়ান উপত্যকা, ও হট স্প্রিং-এর পাশ দিয়ে যাবে। এটি এমন কিছু এলাকা অতিক্রম করবে যা ভারতের সীমান্তের খুব কাছে। ২০৩৫ সালের মধ্যে চিনের জাতীয় অবকাঠামো প্রকল্পে ৪.৬১ লক্ষ কিমি রাস্তা তৈরির পরিকল্পনার অংশ হিসেবেই তৈরি হচ্ছে এই G-695।

ভারতের জবাব – SSSG-DBO রোড

চিনের আগ্রাসী অবস্থানের পাল্টা হিসেবে ভারত তৈরি করেছে SSSG-DBO রোড, যার পূর্ণরূপ হলো সাসোমা-সাসের লা-সাসের ব্রাগাংসা-গানসাম-দৌলত বেগ ওল্ডি রোড। এই রাস্তা ভারতের সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ব্যবহার করে সেনারা ভারী সরঞ্জামসহ খুব কম সময়ে DBO-তে পৌঁছাতে পারবে।

এই রুটটি সিয়াচিন থেকে সরাসরি DBO-র সঙ্গে সংযুক্ত। ফলে সেনাদের আর লেহ হয়ে ঘুরে যেতে হবে না। রাস্তা পুরোপুরি চালু হলে ১১–১২ ঘণ্টার যাত্রাপথ কমে হবে মাত্র ৫–৬ ঘণ্টা।

BRO-এর উদ্যোগে প্রস্তুত আগের রুট

২০১৯ সালের অক্টোবরে বর্ডার রোড অর্গানাইজেশন (BRO) পূর্ব লাদাখে ২৫৬ কিমি দীর্ঘ DSDBO রোড তৈরি করে। এই রোডের মাধ্যমে ডৌলত বেগ ওল্ডি এবং ডেপসাং প্লেইনে সেনা পৌঁছানো অনেক সহজ হয়েছে। এই রাস্তার মাধ্যমেই গালওয়ান সংঘর্ষের সময় সেনারা দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম হয়েছিল।

রাস্তাই এখন প্রতিরক্ষা প্রতিযোগিতার নতুন মাধ্যম

ভারত ও চিনের মধ্যে এই রাস্তাগুলো কেবল পরিকাঠামো নয়, বরং প্রতিরক্ষা ও প্রস্তুতির প্রতীক হয়ে উঠছে। ভারতের আত্মবিশ্বাস ও সীমান্ত রক্ষার সক্ষমতা এখন অনেক বেশি। SSSG-DBO রোড যেমন ভারতীয় সেনার গতিশীলতা বাড়াবে, তেমনি চিনের নজরদারির বাইরে একটি শক্তিশালী লজিস্টিক করিডরও গড়ে তুলবে।

এই প্রতিযোগিতা এখন স্পষ্ট— কে কত দ্রুত, কত নির্ভুল এবং কৌশলগতভাবে শক্তিশালী অবস্থান নিতে পারে সীমান্তে। ভারতের এই প্রস্তুতি দেখিয়ে দিল, এখনকার ভারত আগের মতো নরম নয়।

বাংলা খবর/ খবর/দেশ/

India vs China Border Conflict: ভারতের সীমান্তের নাক ঘেঁষে তৈরি হচ্ছে চিনের G-695 হাইওয়ে! চিনের সুড়সুড়ির ভারতের জবাব SSSG-DBO…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *