Google Alert – পার্বত্য অঞ্চল
প্রযুক্তিনির্ভর আধুনিক যুদ্ধক্ষেত্রের দিকে আরও এক ধাপ এগোল ভারতীয় সেনাবাহিনী। পূর্ব সিকিমের উচ্চ পার্বত্য এলাকায় জুলাই মাস জুড়ে অনুষ্ঠিত হল সেনার বিশেষ মহড়া — ‘অভ্যাস দিব্য দৃষ্টি’। সেনার ‘ত্রিশক্তি কোর’-এর তত্ত্বাবধানে এই অভ্যাসে অংশ নেয় জওয়ানদের একাধিক ইউনিট। লক্ষ্য ছিল যুদ্ধক্ষেত্রে দ্রুত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা আরও উন্নত করা।
এই মহড়ায় সেনাবাহিনী ব্যবহার করে অত্যাধুনিক ড্রোন, ইউএভি, এআই-চালিত সেন্সর এবং কমান্ড সেন্টারগুলির সঙ্গে সংযুক্ত উচ্চক্ষমতাসম্পন্ন যোগাযোগ প্রযুক্তি। এর ফলে সেনা বাহিনী battlefield-এর পরিস্থিতি আরও বাস্তবসম্মতভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম হয় এবং সেন্সর থেকে শুটার পর্যন্ত তথ্যের প্রবাহ নিরবিচারে চলতে থাকে।
সেনার সদর দপ্তরের তরফে মহড়াটি পর্যবেক্ষণ করেন লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর, ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ। মহড়া শেষে ত্রিশক্তি কোর-এর জিওসি লেফটেন্যান্ট জেনারেল যুবিন এ মিনওয়াল্লা জানান, “অভ্যাস দিব্য দৃষ্টি অত্যন্ত সফল হয়েছে। আমরা বাস্তব পরিবেশে ভবিষ্যতের যুদ্ধপ্রযুক্তি পরীক্ষা করেছি। এই অভিজ্ঞতা আমাদের প্রযুক্তি, নীতি এবং কৌশলের বিকাশে সাহায্য করবে, যাতে আমরা যেকোনো শত্রু এবং যেকোনো পরিস্থিতির মোকাবিলায় সক্ষম হই।”
বিশেষজ্ঞরা বলছেন, সেনাবাহিনীর এই মহড়া ‘আত্মনির্ভর ভারত’ এবং ডিকেড অফ ট্রান্সফরমেশন-এর মতো উদ্যোগগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রতিরক্ষা শক্তিকে আরও আধুনিক করে তুলবে। সেনার এই উদ্যোগ যুদ্ধের গতিপথ বদলে দেওয়ার মতো প্রযুক্তিগত কৌশলের পথ দেখাচ্ছে বলেই মত বিশ্লেষকদের।
ঋত্বিক ভট্টাচার্য