Google Alert – কুকি চিন
Last Updated:
এবিষয়ে CID কে ৫ দিন সময় বেঁধে দিল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে, তদন্তের অগ্রগতি দেখাতে হবে সিআইডি-কে।
কলকাতা: খেজুরি বিজেপি কর্মী মৃত্যু মামলায় নয়া মোড়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রশ্নে আইও অর্থাৎ, তদন্তকারী অফিসার, থানার ওসি। ‘এসএসকেএমে’র ময়নাতদন্তে স্পষ্ট শারীরিক আঘাত। বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘‘পুলিশের কোনও বয়ানে কেউ-ই আঘাতের কথা বলেনি! এটা বিশ্বাসযোগ্য? জনমনে কী আস্থা তৈরি হবে এমন কাজে।’’
এবিষয়ে CID কে ৫ দিন সময় বেঁধে দিল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে, তদন্তের অগ্রগতি দেখাতে হবে সিআইডি-কে।
প্রথম তদন্তকারী অফিসার, প্রথম ময়নাতদন্তের চিকিৎসক এবং খেজুরি থানার ওসি’র সমস্ত মোবাইল/ ফোনের কল ডিটেইলস রেকর্ড(CDR), পেশ করতেও নির্দেশ দিয়েছে আদালত।
আগামী ৮ সেপ্টেম্বর সিডিআর রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বার রশিদি ডিভিশন বেঞ্চ৷
গত ১১ জুলাই খেজুরি থানার ভাঙনমারি গ্রামে দু’জনের দেহ উদ্ধার হয়। মৃতদের এক জনের নাম সুধীর পাইক, অন্য জন সুজিত দাস। পরিবারের দাবি, দু’জনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। যদিও প্রাথমিক ভাবে বলা হয়েছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল তাঁদের। একই দাবি করেছিল শাসকদল তৃণমূল। তবে বিজেপির অভিযোগ, ধর্মীয় কারণে খুন হয়েছেন তাঁরা৷
September 03, 2025 1:56 PM IST