Mountaineering : চিন সীমান্তের কাছে একটি শৃঙ্গে পর্বত আরোহনে যাবেন আলিপুরদুয়ারের আরোহীরা| Mountaineering: Climbers will climb a mountain peak near the Chinese border

Google Alert – কুকি চিন

Last Updated:

পর্বত আরোহনের প্রস্তুতি নিচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন নেচার ক্লাবের সদস্যরা। সকলে মিলে একত্রিত হয়ে একটি মঞ্চ তৈরি হয়েছে। চিন সীমান্তের কাছে পোলোগঙ্কা শৃঙ্গ অভিযান তাঁদের লক্ষ্য।

X

লাদাখ 

আলিপুরদুয়ার: পর্বত আরোহনের প্রস্তুতি নিচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন নেচার ক্লাবের সদস্যরা। সকলে মিলে একত্রিত হয়ে একটি মঞ্চ তৈরি হয়েছে। চিন সীমান্তের কাছে পোলোগঙ্কা শৃঙ্গ অভিযান তাঁদের লক্ষ্য।

চিন সীমান্তের খুব কাছে লাদাখে রয়েছে পোলোগঙ্কা শৃঙ্গ। অভিযানে যেতে চলেছে উত্তরবঙ্গের নেচার ও অ্যডভেঞ্চার ক্লাবের সদস্যরা।উত্তরবঙ্গের সমস্ত নেচার ও আ্যডভেঞ্চার ক্লাব গুলো সমস্ত সদস্যরা একত্রিত হয়ে পর্বত অভিযানে যাবে। পর্বত আরোহী রয়েছেন ১৫ জন।  একথা জানান উত্তরবঙ্গের নেচার ও আ্যডভেঞ্চার ক্লাবের সদস্যরা। তারা জানান আগামী জুলাই অথবা অগাস্ট মাসে উত্তরবঙ্গের ৬ টি আ্যডভেঞ্চার ক্লাবের সদস্যরা লাদাখের একটি শৃঙ্গ পোলোগঙ্কা অভিযান শুরু করবে। যার উচ্চতা প্রায়   একুশ হাজার ফুট।

অভিযাত্রী দলের নেতৃত্ব ভাস্কর দাস জানান, ” এই পোলোগঙ্কা শৃঙ্গ চিন সীমান্তের খুব কাছে।  বর্তমানে ভারত সরকার চিন বর্ডার ও অন্যান্য বর্ডার লাগোয়া পর্বতে অভিযানের অনুমতি দিচ্ছে। এই পোলোগঙ্কা শৃঙ্গে প্রথম ১৯৯৭ সালে ব্রিটিশ ও ভারতীয় দল আরোহণ করে।”

এই শৃঙ্গে আবহাওয়া খুব খারাপ এছাড়া এখানে জলের সঙ্কট রয়েছে।ভারতের লাদাখ অঞ্চলের একটি উচ্চ পার্বত্য গিরিপথ যা ভারতের লাদাখ ও চিনের তিব্বতের মধ্যে বিতর্কিত সীমান্ত এলাকায় অবস্থিত। এটি পূর্ব লাদাখে অ্যাকচুয়াল কন্ট্রোল লাইন এর কাছাকাছি একটি কৌশলগত ও ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল বলে জানা যায়।

Annanya Dey

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *