Google Alert – কুকি চিন
Last Updated:
২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ানে ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই দু দেশের সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে৷
নয়াদিল্লি: একদিকে আমেরিকার সঙ্গে বাণিজ্য শুল্ক নিয়ে টানাপোড়েন৷ তার মধ্যেই গালওয়ান সংঘাতের পর এই প্রথম বার চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
চিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র বৈঠকে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী৷ জানা গিয়েছে, আগামী ৩০ অগাস্ট জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী৷ সেখান থেকেই দু দিনের চিন সফরে যাওয়ার কথা তাঁর৷
গত জুন মাসেই চিনে এসসিও-র বৈঠকে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গেও দেখা করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী৷ সেই সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার উপরে জোর দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী৷
২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ানে ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই দু দেশের সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে৷ ওই সংঘর্ষের ঘটনায় ২০ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল৷ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল চিনের সেনাবাহিনীরও৷
প্রায় চার বছর ধরে দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল ধরে থাকার পর অবশেষে ২০২৪ সালের ২৩ অক্টোবর কাজানে ব্রিকস সম্মেলন চলাকালীন চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ তার পর থেকেই ফের ভারত চিন দ্বিপাক্ষিক সম্পর্ক জোড়া লাগতে শুরু করে৷ দু দেশের মধ্যে বিবাদের কারণ হয়ে দাঁড়াচ্ছে যে বিষয়গুলি, সেই সমস্যাগুলির দ্রুত নিরসনের উপরে জোর দেন প্রধানমন্ত্রী মোদি৷ ২০২০ সালের এপ্রিল, মে মাস থেকে ডেপস্যাং এবং ডেমচকে ভারত- চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর যে বিষয়গুলি নিয়ে দু দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘাত তৈরি হচ্ছিল, তা দূর করতেও ২০২৪ সালের অক্টোবর মাসে ঐক্যমতে পৌঁছয় দুই দেশ৷
গত জুন মাস থেকে দু দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল, কৈলাস মানব সরোবর যাত্রার অনুমতি দেওয়া, ভিসা দেওয়ার প্রক্রিয়া সহজ করা এবং দু দেশের মধ্যে দিয়ে বয়ে চলাN নদীগুলি নিয়ে তথ্য ভাগ করে নেওয়ার মতো বিষয়গুলি নিয়েও ঐক্যমতে পৌঁছয় দুই দেশ৷ গত মাসেই চিনের ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়, ফের চিনা পর্যটকদের ভিসা দেবে ভারত৷
Kolkata,West Bengal
August 06, 2025 5:59 PM IST