Operation Sindoor: অপারেশন সিঁদুরের জন্য লাভ হল পাক ফিল্ড মার্শাল আসীম মুনিরের! ভারতীয় সেনাপ্রধানের বিস্ফোরক দাবি | দেশ

Google Alert – সেনাপ্রধান

Last Updated:

অপারেশন সিঁদুরে পাকিস্তানের সাফল্য নিয়ে ব্যঙ্গ করলেন ভারতের সেনাপ্রধান।
অপারেশন সিঁদুরে পাকিস্তানের সাফল্য নিয়ে ব্যঙ্গ করলেন ভারতের সেনাপ্রধান।

নয়াদিল্লি: অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে  মুখ খুললেন ভারতীয় সেনাবাহিনীর সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে এই সাফল্য় নিয়ে মুখ খোলেন তিনি। গত, ৭ মে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে থাকা জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিতে ‘প্রিসিশন স্ট্রাইক’ করে ভারত।

ওই অপারেশনে ভারত পাকিস্তানের ছ’টি যুদ্ধবিমান ধ্বংস করেছিল বলে আগেই জানিয়েছিলেন এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। তার কয়েক ঘণ্টার মধ্যেই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মুখ খুললেন দেশের সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদী।

আইআইটি মাদ্রাজে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, চারদিনের এই সংঘর্ষে ইসলামাবাদ শুধু আসীম মুনিরকে পাঁচ তাঁরা জেনারেল করে ফিল্ড মার্শালে উন্নীত করেছে। কিন্তু, এরফলে পাকবাহিনীর মনোবল ভেঙে গিয়েছে বলেই দাবি দ্বিবেদীর।

এই প্রসঙ্গে তিনি বলেন, “যদি আপনি কোনও পাকিস্তানিকে জিজ্ঞেস করেন এই যুদ্ধে তাঁরা জিতেছে কিনা। সে বলবে যেহেতু আমার সেনাপ্রধান ফিল্ড মার্শাল হয়েছে তাই অবশ্যই আমরাই জিতেছি। নয়ত সে ফিল্ড মার্শাল কেন হত!”

কিন্তু, অপারেশন সিঁদুরে যে ভারত পাকিস্তানকে নাস্তানাবুদ করেছিল সে কথাও জানান তিনি। আর এর জন্য কেন্দ্র যে ভাবে তিন বাহিনীকেই ‘ফ্রি হ্যান্ড’ অর্থাৎ ‘স্বাধীনতা’ দিয়েছিল তারও প্রশংসা করেন তিনি।

তিনি বলেন, “গত ২২ এপ্রিল পহেলগাঁওতে যে ঘটনা ঘটে তাতে আমরা স্তম্ভিত হয়ে যাই। ২৩ তারিখ আমরা সকলে একসঙ্গে বৈঠকে বসি। সেখানেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন অনেক হয়েছে।”

তিনি আরও বলেন, ” আমরা তিন দলের প্রধানই এই ব্যাপারে নিশ্চিত ছিলাম কিছু একটা করতে হবে। এরপর যখন কেন্দ্র থেকে আমাদের সব বিষয়ে স্বাধীনতা দেওয়া হয় তখন কাজটা আরও সহজ হয়ে যায়।”

রাজনৈতিক দক্ষতা এবং দৃঢ়তা ঠিক কতটা কার্যকর তা অপারেশন সিঁদুরই প্রমাণ বলে দাবি করেন সেনাপ্রধান। তিনি বলেন, “রাজনৈতিক দৃঢ়তা এবং স্বাধীনতা ছিল বলেই আমরা বাধাহীন ভাবে আমাদের কাজ করতে পেরেছিলাম। কম্যান্ডার-ইন-চিফ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে। সেখানে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ হয়নি।”

বাংলা খবর/ খবর/দেশ/

Operation Sindoor: অপারেশন সিঁদুরের জন্য লাভ হল পাক ফিল্ড মার্শাল আসীম মুনিরের! ভারতীয় সেনাপ্রধানের বিস্ফোরক দাবি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *