chtnews.com on Facebook
আগামী সোমবার (১৬ জুন) কাউখালী বাজার বর্জনের ডাক চার সংগঠনের
কাউখালীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
—————
কাউখালিতে নারী সমাবেশে অংশগ্রহণকারী অতিথি বক্তা অলিউর সান, নূজিয়া হাসিন রাশা ও মারজিয়া প্রভার ওপর সেটলাদের হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের অতি দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তির দাবিতে আগামী সোমবার (১৬ জুন ২০২৫) কাউখালী বাজার বর্জনের ডাক দিয়েছে চার সংগঠন।
আজ শুক্রবার (১৩ জুন ২০২৫) বেলা ২টায় কাউখালীর ডাবুয়া এলাকায় হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ), গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের কাউখালী শাখাসমূহের যৌথভাবে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই বাজার বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়।
গত ১২ জুন কল্পনা চাকমা অপহরণের ২৯তম বার্ষিকীতে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের সাজার দাবিতে হিল উইমেন্স ফেডারেশনের আয়োজিত নারী সমাবেশে অংশগ্রহণ শেষে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রামে যাওয়ার পথে সেনা-গোয়েন্দা সংস্থার মদদে সেটলার সন্ত্রাসী কর্তৃক ইউল্যাবের শিক্ষক অলিউর সান, বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা ও অ্য্যাক্টিভিস্ট ও অধিকার কর্মী মারজিয়া প্রভা’র ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। …
বিস্তারিত: https://chtnews.blogspot.com/2025/06/blog-post_91.html
#news #chtnews #বিক্ষোভ #কাউখালী #রাঙামাটি
(Feed generated with FetchRSS)