chtnews.com on Facebook
গুইমারার তিন শহীদের স্মরণে পানছড়িতে কালো পতাকা উত্তোলন
রামসু বাজারে গত ২৮ সেপ্টেম্বর সেনা-সেটলার কর্তৃক সাম্প্রদায়িক হামলায় সেনাবাহিনীর গু*লিতে শহীদ হওয়া আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে এবং হামলা-হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে “শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ”-এর পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে পানছড়ির বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
আজ ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার সকালে উপর পুজগাং বাজার, নিচের পুজগাং বাজার,পুজগাং উচ্চবিদ্যালয়, মধুমঙ্গল পাড়া,বরকলক,মনিপুর,আমতলী, লোগাং ব্রীজ, লোগাং আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি স্থানে কালো পতাকা উত্তোলন করা হয়।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর তিন শহীদের স্মরণসভা থেকে ‘শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ’ এই কালো পাতাকা উত্তোলন কর্মসূচি ঘোষণা দিয়েছিল।
*ছবি ও তথ্য :পানছড়ি প্রতিনিধি
#photo #কালোপতাকাউত্তোলন #পানছড়ি #খাগড়াছড়ি





(Feed generated with FetchRSS)
