chtnews.com on Facebook
শহীদ বুদ্ধিজীবী দিবসে ’৭১ সালে পাক হানাদারদের হাতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)।
আজ ১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার সকালে ঢাকায় মিরপুর-১ এ অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় এক টিভি সাংবাদিককে দেয়া সাক্ষাতকাারে পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পদাক অমল ত্রিপুরা একাত্তরে পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ির কুকিছড়া-বাঙ্গালকাটি-তারাবন্যা এলাকায় মুক্তিবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান।
“পাহাড়ে সেনাসৃষ্ট ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙ্গে দাও, ৭১-এ কুকিছড়া-বাঙ্গালকাটি-তারাবন্যা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাই, পার্বত্য চট্টগ্রামে নব্য পাক হানাদার দোসরদের শায়েস্তা করুন” এই শ্লোগানে এবং “শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা” লেখা ব্যানারে আজ সকাল সাড়ে ৯টায় ঢাকায় মিরপুর-১ এ অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, অর্থ সম্পাদক সম্পাদক নরেশ ত্রিপুরা ও সদস্য অমিত চাকমাসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা। …
বিস্তারিত: https://chtnews.blogspot.com/2024/12/blog-post_96.html
#news #chtnews #শহীদবুদ্ধিজীবীদিবস #শ্রদ্ধানিবেদন #পিসিপি #ডিওয়াইএফ
(Feed generated with FetchRSS)