Photos from Hill Voice's post

Hill Voice on Facebook

রঁদেভূ শিল্পীগোষ্ঠী’র বার্ষিক মিলনমেলা ও ৭ম কাউন্সিল অনুষ্ঠিত

হিল ভয়েস, ৯ ফেব্রুয়ারি ২০২৫ চবি: আজ ৯ ফেব্রুয়ারি ২০২৫, রোজ রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন রঁদেভূ শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর বার্ষিক মিলনমেলা ও ৭ম কাউন্সিল বিশ্ববিদ্যালয়স্থ পুকুরপাড় প্রাঙ্গণে দুপুর ২ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ইংরেজি প্রভাষক নৈরঞ্জনা চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অন্বেষ চাকমা; বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অঞ্চলের প্রতিনিধি রচনা বাবু তঞ্চঙ্গ্যা প্রমুখ।

সংগঠনের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক পহেলা চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভাপতি সজীব তালুকদার এবং আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সাংগঠনিক সম্পাদক নুখ্যাইমং মারমা।

প্রধান অতিথির বক্তব্যে ড. আনন্দ বিকাশ চাকমা বলেন, নিজেকে সীমাবদ্ধ রেখে আত্মবিকাশ সম্ভব নয়, বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত রেখে নিজেকে বিকশিত করতে হবে। কিন্তু আত্মবিকাশের পাশাপাশি আদিবাসীদের সংস্কৃতিকে বিশ্ব মন্ডলে উপস্থাপন করতে হবে, সংরক্ষণ করতে হবে। আমাদের অস্তিত্ব রক্ষার অন্যতম উপাদান আমাদের এই সংস্কৃতি, নাচ গানের মধ্যে সীমাবদ্ধ না থেকে সংস্কৃতির অন্যান্য উপাদান গুলো চর্চা ও সংরক্ষণ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নৈরঞ্জনা চাকমা বলেন, সংস্কৃতি রক্ষার জন্য অবশ্যই চর্চার প্রয়োজন। তাই আদিবাসীদের প্রকৃত সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য অবশ্যই চর্চার জরুরি । রঁদেভূকে আদিবাসী সংস্কৃতি লালন পালন ও সংরক্ষণের জন্য আগামীতে সৃজনশীল উদ্যোগ নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে শুধুমাত্র পড়ালেখায় সীমাবদ্ধ না থেকে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হওয়া প্রয়োজন। রঁদেভূ’র মাধ্যমে পাহাড় ও সমতল আদিবাসীদের সংস্কৃতির মেলবন্ধন চির অটুট থাকুক এই প্রত্যাশা করি।

অন্বেষ চাকমা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রঁদেভূ’র উত্থানের সাথে আদিবাসী শিক্ষার্থীদের এক দীর্ঘ ইতিহাস আছে। আদিবাসী জনগোষ্ঠীদের সংস্কৃতির লালন-পালন ও সংরক্ষণের প্রয়োজনীয়তা থেকে রঁদেভূ শিল্পীগোষ্ঠী’র পথচলা শুরু হয়। আদিবাসীদের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি মূল জনগোষ্ঠীর কাছে আদিবাসীদের মূল সংস্কৃতি তুলে ধরার কাজ করে যাচ্ছে। রঁদেভূ’র এই কার্যক্রমের শুভকামনা জানাই এবং নবগঠিত কমিটিও আগামীতে রঁদেভূ’র কার্যক্রমকে জোরদার করে আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ও চর্চায় ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

বিদায়ী কমিটির সভাপতি সজীব তালুকদার রঁদেভূ শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ মেয়াদে নির্বাচিত নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন রবি বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন নুখ্যাইমং মার্মা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন সুসান্না টুডু। নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা এবং ইংরেজি প্রভাষক নৈরঞ্জনা চাকমা।

পরবর্তীতে রঁদেভূ’র শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং র‌্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণীর মাধ্যমে বার্ষিক মিলনমেলা ও ৭ম কাউন্সিল অনুষ্ঠান সমাপ্তি হয়।
https://hillvoice.net/en/bn/2025/02/%e0%a6%b0%e0%a6%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ad%e0%a7%82-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%80%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be/

(Feed generated with FetchRSS)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *