Photos from Hill Voice's post

Hill Voice on Facebook

ত্রিপুরা চাকমা স্টুডেন্টস এসোসিয়েসন এর উদ্যোগে এমএন লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী উদযাপন

হিল ভয়েস, ১১ নভেম্বর ২০২৪, আন্তর্জাতিক ডেস্ক: গতকাল ১০ নভেম্বর ২০২৪ ত্রিপুরা চাকমা স্টুডেন্টস এসোসিয়েসন ধর্মনগর শাখা ও গন্ডাছড়া শাখার উদ্যোগে মহান বিপ্লবী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী উদযাপন ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।

ত্রিপুরা চাকমা স্টুডেন্টস এসোসিয়েসন ধর্মনগর শাখার ছাত্র নেতৃবৃন্দ
ধর্মনগর শাখা:

ত্রিপুরা চাকমা স্টুডেন্টস এসোসিয়েসন এর উদ্যোগে মহান বিপ্লবী নেতা মানবেন্দ্র নারায়ন লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী পালন ও মহান নেতাকে স্মৃতিসারন করা হয়। এসময় তারা মহান নেতাকে স্মরণ করতে গিয়ে বলেন তিনি অধিকার বঞ্চিত জনগণের দাবিদাওয়ার পাশাপাশি সারা বিশ্বের অবহেলিত, বঞ্চিত ও নিপীড়িত সাধারণ মানুষের কথা বলিষ্ঠ কন্ঠে তুলে ধরেন। তিনি ছিলেন সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক। তিনি তার জাতি ও দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তার দেখানো আদর্শ থেকে শিক্ষা নিয়ে আমাদেরও সেই পথে এগিয়ে যাওয়ার প্রয়োজন আছে।

এসময় ত্রিপুরা চাকমা স্টুডেন্টস এসোসিয়েসন ধর্মনগরে শাখার সভাপতি শুক্রধন চাকমা, সাধারণ সম্পাদক সদর চাকমা সহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গন্ডাছড়া:

গতকাল ত্রিপুরা চাকমা স্টুডেন্টস এসোসিয়েসন গন্ডাছড়া শাখার উদ্যোগে গন্ডাছড়া বোধিসারিয়া বিদ্যালয়ে অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ন লারমার ৪১তম মৃত্যুবিার্ষিকীতে তাঁর অস্থায়ী বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ বলেন জাতির অগ্রপথিক, জাতির স্বপ্নদ্রষ্টা ছিলেন মানবেন্দ্র নারায়ন লারমা। তিনি খেটে-খাওয়া কৃষক, শ্রমিক, রিক্সাচালক, এমনকি সমাজে সবচেয়ে অবহেলিত পতিতাদের অধিকারের কথা বলতেন। আমরা মহান নেতার স্বপ্ন শ্রেণিহীন, নিপীড়নহীন, শোষণ-বঞ্চনাহীন সমাজ প্রতিষ্ঠা করা এবং আমাদেরকেও সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে।

এসময় ত্রিপুরা চাকমা স্টুডেন্টস এসোসিয়েসন গন্ডাছড়া শাখার সভাপতি শান্তি বিলাশ চাকমা ও সাধারণ সম্পাদক বিরেন চাকমা উপস্থিত ছিলেন।
https://hillvoice.net/en/bn/2024/11/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%81%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f/

(Feed generated with FetchRSS)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *