Google Alert – কুকি চিন
ভারতের প্রথম এই দেশীয় প্রসেসর ‘বিক্রম ৩২-বিট চিপ’ ISRO-র সেমিকন্ডাক্টর ল্যাবরেটরিতে তৈরি হয়। ওই দিন অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, বিংশ শতাব্দীতে তেলের গুরুত্ব যেমন ছিল, একবিংশ শতাব্দীতে তেমনই গুরুত্ব পাবে সেমিকন্ডাক্টর চিপ।” “তেল যদি হয় ব্ল্যাক গোল্ড, তবে চিপ হল ডিজিটাল ডায়মন্ড।” এখানে এনআইটি দুর্গাপুরের টিমের তৈরি চিপের নকশা C2S0029 প্রদর্শিত হয়।এই সফল প্রজেক্টে যুক্ত ছিলেন এনআইটি’র ডঃ হেমন্ত কুমার মন্ডল, ডঃ অনিরুদ্ধ চন্দ্র, শুভদীপ নাগ এবং সুমন কল্যাণ পোরেল। ( ছবি ও তথ্য: দীপিকা সরকার)