Google Alert – পার্বত্য অঞ্চল
Last Updated:
West Bengal Weather Forecast: বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।
পুরুলিয়া: বৃষ্টিতে মিলছে স্বস্তি আবার পরক্ষণেই বাড়ছে তাপমাত্রা। এ-যেন আবহাওয়ার মুড সুইং চলছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তবে তাপমাত্রা বাড়লেও বৃষ্টির রেস এখনও কাটেনি। আংশিক মেঘলা আকাশ রয়েছে পুরুলিয়া সহ দক্ষিণের জেলাগুলিতে। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। তাপমাত্রা পরিবর্তনকে লক্ষ্য করে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার।
নিম্নচাপ কাটলেও দুর্যোগের ভোগান্তি কাটেনি। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে ঝড় বৃষ্টির সিলসিলা আপাতত জারি থাকবে দুই বঙ্গেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে ভ্যাপসা গরমও বহাল থাকছে। সব মিলিয়ে বঙ্গে চলছে বর্ষারাজ।
বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সোমবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ।
পাশাপাশি উত্তরবঙ্গে পূর্বাভাস মত ভারী বৃষ্টি চলছে। অধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহারও আলিপুরদুয়ারে। এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তরের পার্বত্য অঞ্চল দার্জিলিং, কালিংপং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে মাঝারি বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝড়ো হাওয়াও। উত্তরবঙ্গের তাপমাত্রায় কোনও রকম হের ফের পরিলক্ষিত হচ্ছে না।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 04, 2025 8:00 PM IST